Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 ঝালকাঠি সড়ক বিভাগ দপ্তরটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অর্ন্তভূক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় জেলা পর্যায়ের ফিল্ড অফিস। ঝালকাঠি সড়ক বিভাগের কার্যক্রম জুলাই ১৯৯৮ইং হতে শুরু হয়। এ দপ্তরের অধীন ১ টি সড়ক উপ-বিভাগ রয়েছে। বাগেরহাট সড়ক বিভাগের অধীন মোট ২৫১.৪৮৯ কি.মি. মহাসড়ক রয়েছে যার মধ্যে ১টি জাতীয় মহাসড়ক (৭.৩২২কিঃমিঃ) ও ১টি আঞ্চলিক মহাসড়ক (৪২.২৮২কিঃমিঃ) ও ২৫টি জেলা মহাসড়ক (২০৫.৩৫৬ কি.মি.) রয়েছে। এই বিশাল সড়ক নেটওয়ার্কে মোট ২০ কনক্রিট সেতু, ৩৫ টি বেইলী সেতু ও ৪০১ টি কালভার্ট রয়েছে। এছাড়া ঝালকাঠির গাবখান চ্যানেলের উপর পঞ্চম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু অবস্থিত। এটি ২০০২ সালে নির্মিত হয়। বরিশাল-খুলনা মহসড়কের ঝালকাঠিতে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। পাশাপাশি এই সেতু দেখতে আসেন অনেক দর্শনার্থী। এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টি সেতু রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উঁচু এই গাবখান সেতু। যার স্ট্যান্ডার্ড হাইট ওয়াটার লেভেল থেকে ৬০ ফুট উঁচু। এই সড়ক নেটওয়ার্ক ঝালকাঠি জেলার অভ্যন্তরীণ যোগাযেগের পাশাপাশি সারা দেশের সাথে ঝালকাঠি জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে আসছে।